ই পাসপোর্ট করতে কি কি লাগে।। Passport korte ki ki lage

ই পাসপোর্ট করতে কি কি লাগে।। Passport korte ki ki lage
ই পাসপোর্ট করতে কি কি লাগে
নতুন পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র |

পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনলাইনে সঠিক ভাবে ই পাসপোর্ট আবেদন করার পরেও আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে নানাবিধ বিড়ম্বনায় পড়তে হয়। আমরা জানতে চলেছি পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ ইমিগ্রেশন হতে সর্বশেষ নির্দেশাবলীতে ই পাসপোর্ট করতে যে সব কাগজপত্র কথা উল্লেখ করা হয়েছে।

নতুন ইপাসপোর্ট করার নিয়ম ২০২৪

আঞ্চলিক পাসপোর্ট অফিস সাধারণত জেলা শহর কিংবা বিভাগীয় শহরে অবস্থিত হওয়ার ফলে পাসপোর্ট অফিসে যাতায়াত সকলের জন্য খুব একটা সহজ হয় না। এতে সময় এবং অর্থ উভহয় বেয় হয়। এসবের পরেও যদি পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সাথে না নিয়ে যাওয়ার জন্য আবেদনটি সম্পন্ন না হয় তারচেয়ে কষ্ট আর কোথাও নেই।

তাই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং পাসপোর্ট অফিসে যে সকল কাগজপত্র জমা নিয়ে থাকে বা চেয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে লেখা টি সাজানো হয়েছে।


ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে

বয়স ১৮ কিংবা তার বেশি হলে ই পাসপোর্ট করতে জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ, পেশাজীবী প্রমাণপত্র এবং ২০ বছরের কম বয়সী যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা NID Card এর পরিবর্তে অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে।পাসপোর্ট করার জন্য যে সকল কাগজপত্র পাসপোর্ট অফিস জমা নিয়ে থাকে তার তালিকা নিচে প্রকাশ করা হলো

বয়স ১৮ বা তার বেশি হলে পাসপোর্ট করতে যা যা লাগবে

যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হয় তা হলোঃ

মূল জাতীয় পরিচয় পত্র (NID Card) এবং এর ফটোকপি
ই পাসপোর্ট আবেদনের সামারি - Application Summery
পাসপোর্ট আবেদনের ফরম - Application Form
পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
নাগরিক সনদ
পেশাগত সনদের ফটোকপি

পাসপোর্ট করতে কি কি লাগে 2023.
 Passport korte ki ki lage 2023


২০ বছরের কম যাদের NID Card হয়নি


অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন ২০ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। যাদের বয়স 20 বছরের কম এবং এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তারা চাইলে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বেবহার করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। 20 বছরের কম বয়সী ও জাতীয় পরিচয় পত্র হয়নি তাদের পাসপোর্ট করার জন্য যা যা প্রয়োজন-

অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ও এর ফটোকপি
ই পাসপোর্ট আবেদনের - Application Summery
পাসপোর্ট আবেদনের ফরম - Application Form
পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
নাগরিক সনদ
পেশা ছাত্র ছাত্রী হলে Student ID / Certificate

পাসপোর্ট করতে কি কি লাগে । Passport korte ki ki lage 2023 পাসপোর্ট করতে কি কি লাগে । Passport korte ki ki lage 2023


সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে কি কি লাগে

সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীদের পাসপোর্ট আবেদন করতে সাধারণ জনগণের একটি ডকুমেন্ট বেশি লাগে, তা হচ্ছে NOC (No Objection Certificate) বা GO (Government Order) পেপার। এছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য।

NOC: যদি কোনো সরকারি চাকরিজীবী নিজ প্রয়োজনে পাসপোর্ট করেন তাহলে তার বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (No Objection Certificate) সংগ্রহ করতে হয়

GO: সরকারি কাজে দেশের বাইরে যাওয়ার জন্য সরকারি আদেশ বা Government Order পাসপোর্ট করার সময় দাখিল করতে হয়।