পাসপোর্ট করার নিয়ম

পাসপোর্ট করার নিয়ম
পাসপোর্ট করার নিয়ম


পাসপোর্ট করার নিয়ম অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার নিয়ম | নতুন পাসপোর্ট করার পদ্ধতি

আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হলাম সেটি হল কিভাবে অনলাইনে পাসপোর্ট করার নিয়ম । বিস্তারিত আজকের আর্টিকেলের ভিতরে, আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা বিদেশে ভ্রমণ করতে ইচ্ছে অথবা প্রবাস করতে ইচ্ছে হয় তাদের অবশ্যই পাসপোর্ট করতে হয় , তাই  দালালের মাধ্যমে করতে হয়, যাই হোক দালালের মাধ্যম ছাড়া পাসপোর্ট করতে পারবেন একদম সহজে,অনলাইনে পাসপোর্ট করার নিয়ম বিস্তারিত আজকের আর্টিকেলের ভিতর হবে আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা বাইরে বিদেশে ভ্রমণ করতে ইচ্ছে অথবা প্রবাস করতে ইচ্ছে হয় তারা অবশ্যই পাসপোর্ট করতে হয় দালালের মাধ্যমে যাই হোক দালালের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন একদম সহজে।

সহজে ই-পাসপোর্ট করার নিয়ম ২০২৩

অনলাইনে নিজেই নিজের ই পাসপোর্টের আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংক ড্রাফট বা পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিয়ে এই লিখাটি সাজানো হয়েছে। আমি আমার নিজের ই-পাসপোর্ট এর জন্য যেভাবে আবেদন করেছিলাম এবং মাত্র ১৫ দিনে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত বিস্তারিত ধাপগুলো এই পোস্টার মাধ্যমে আপনাদের জানাতে চলেছি।

দালাল ছাড়া পাসপোর্ট করা যায় না এমন একটি ভুল ধারণা আমাদের অনেকের মাঝেই কাজ করে। আপনার কাছে যদি একটি স্মার্টফোন অথবা কম্পিউটার থাকে তাহলে নিজে নিজেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।


অনলাইনে ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩


ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার জন্য Bangladesh e-Passport Application Portal ওয়েবসাইট ভিজিট করুন- www.epassport.gov.bd এবং মেনু থেকে "Apply Online" অপশনটি বাছাই করে, আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং থানা নির্বাচন করুন। একটি সচল ইমেইল এড্রেস এবং নিজের ব্যক্তিগত তথ্য সহ পিতা-মাতা তথ্য ও জরুরী যোগাযোগের ঠিকানা পূরণ করতে হবে। পাসপোর্টের মেয়াদ এবং ডেলিভারি ধরন নিশ্চিত করে আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো কিভাবে ধাপে ধাপে এই আবেদন সম্পন্ন করতে হয়।


ই পাসপোর্ট করতে কি কি লাগে

ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার জন্য কোন কাগজপত্র আপলোড করতে হয় না তবে পাসপোর্ট অফিসের কর্মকর্তা যাচাই-বাছাই করতে কিছু কাগজপত্র চেয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মূল জাতীয় পরিচয় পত্র, ই পাসপোর্ট আবেদনের অনলাইন কপি, নাগরিক সনদ।

পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩?


নতুন ই-পাসপোর্ট করতে হলে কিছু কাগজ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। সেগুলো হলো-এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটো কপি, পরিচয়পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে। ১৮ বছরের কমবয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডি'র কপি জমা দিতে হয়।

উপরোক্ত উল্লেখিত কাগজপত্র ছাড়াও আরো কিছু কাগজপত্র পাসপোর্ট অফিসে সাথে করে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র নিচে তালিকা আকারে প্রকাশ করা হলো-

জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদ
আবেদন সামারী (Application Summery)
ই পাসপোর্ট আবেদন কপি
ইউটিলিটি বিলের কপি (গ্যাস/বিদ্যুৎ)
পিতা-মাতার NID কার্ডের কপি (শিশুদের ক্ষেত্রে আবশ্যিক)
নাগরিক সনদ / চেয়ারম্যান সার্টিফিকেট
পেশাজীবী প্রমাণপত্র

নতুন পাসপোর্ট এর আবেদন করতে যে সকল কাগজপত্র প্রয়োজন হয় আশাকরি তা আপনার কাছে রয়েছে। সবকিছু ঠিক থাকলে এখন আমরা ই পাসপোর্ট আবেদন করার জন্য প্রস্তুত।
ই পাসপোর্ট ফি



ই পাসপোর্ট আবেদন ফরম অনলাইনে পূরণ করার জন্য ভিজিট করুন


 https://www.epassport.gov.bd/landing এরপর "Apply Online" মেনু থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পুলিশ স্টেশন নির্বাচন করে, আপনার ই-মেইল অ্যাড্রেস, ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও পিতা মাতার তথ্য দিয়ে ফরম পূরণ করুন। পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারি ধরন বাছাই করে আবেদন সম্পন্ন করুন এবং ই পাসপোর্ট আবেদন কপি প্রিন্ট করুন।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম


সাইটটিতে প্রবেশ করার পর, অনলাইনে ই-পাসপোর্ট আবেদন কাজ শুরু করার জন্য মেইন মেনু থেকে Apply Online অপশনটি ক্লিক করতে হবে। তারপর অন্য একটি পেজ ওপেন হবে যেখানে পাসপোর্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশনের নাম বাছাই করতে বলা হবে


বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য আপনার নিজ জেলায় ই পাসপোর্ট সেবা চালু হয়েছে কিনা সেটি জেনে আবেদন ফরম পূরণ করবেন।


অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার বিষয়টি সহজ করার লক্ষে আবেদন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে ই পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা এবং নিজে নিজে অনলাইনে পাসপোর্ট করার আবেদন করতে সক্ষম হবেন।


  • ১.ভিজিট করুন e-Passport Portal ওয়েবসাইট


আবেদনের শুরুতেই আমাদের Bangladesh e-Passport Portal এ প্রবেশ করতে হবে। উপরের দেওয়া লিঙ্কটি অনুসরণ করলে নিচের ছবির মত একটি অয়েব সাইটে  নিয়ে যাবে, যেটি পাসপোর্ট সেবা 
প্রদানকারী সরকারি সাইট।


  • ২.আঞ্চলিক পাসপোর্ট অফিস ও থানা নির্বাচন


যেহেতু  আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট এর জন্য আবেদন করতে চলেছি সেজন্য Are you applying from Bangladesh? এর স্থলে "Yes" নির্বাচন করবো। আপনি যদি বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশ থেকে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে "No" সিলেক্ট করবেন।


এখন আপনাকে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নাম এবং নিজ থানার নাম বাছাই করতে হবে। আপনার ঠিকানা অনুসারে যেই আঞ্চলিক পাসপোর্ট অফিস ই-পাসপোর্ট প্রদান করে থাকে সেটি বাছাই করুন।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম




আঞ্চলিক পাসপোর্ট অফিস ও থানা নির্বাচন

পাসপোর্ট অফিস নির্বাচন করা হয়ে গেলে এর পরবর্তী ঘরে পুলিশ স্টেশনের নাম অর্থাৎ থানার নাম নির্বাচন করে দিতে হবে। মনে রাখতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন কার্যক্রম থানায় সংঘটিত হবে।


  • ৩ ইমেইল ভেরিফিকেশন


পাসপোর্ট অফিসে ঠিকানা এবং থানা নির্বাচন করার পরবর্তী ধাপে আপনাকে একটি সক্রিয় ইমেইল অ্যাড্রেস দিতে বলা হবে। আপনি সচরাচর ব্যবহার করেন এমন একটি মেইল এড্রেস ইনপুট করবেন। আপনার ই-মেইল এড্রেসটি সঠিকভাবে ইনপুট হয়ে গেলে I'm human ঘরে টিক মার্ক দিয়ে সিকিউরিটি ক্যাপচা ভেরিফাই করতে হবে।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম



  • ৪ই-পাসপোর্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি


ইমেইল এড্রেস ইনপুট করার পরবর্তী ধাপে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনার নাম জাতীয় পরিচয়পত্রে  যেভাবে আছে সেভাবে ইনপুট করতে হবে তারপর আপনার মোবাইল নম্বর ইনপুট করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

পাসপোর্ট  সার্ভার থেকে ইমেইল ভেরিফাই করার জন্য একটি ভেরিফিকেশন লিংক আপনার ইমেইলে পাঠানো হবে। সচরাচর ইমেইলটি ইনবক্স এর মধ্যেই চলে আসে। আপনি যদি ভেরিফিকেশন মেইলটি ইনবক্সে দেখতে না পান সে ক্ষেত্রে স্পনসর অথবা স্প্যাম ফোল্ডারে চেক করতে পারেন।


  • ৫ পাসপোর্ট এর ধরন বাছাই


Passport Type এর ক্ষেত্রে আমরা সাধারণত দুই ধরণের পাসপোর্ট দেখতে পাই। একটি হলো অর্ডিনারি টাইপ পাসপোর্ট এবং অন্যটি হচ্ছে অফিসিয়াল টাইপ পাসপোর্ট।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম



সাধারণ নাগরিক হিসেবে অনলাইনে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আমাদেরকে অর্ডিনারি টাইপ বাছাই করতে হবে।
Ordinary Passport
Official Passport

  • ৬ ই পাসপোর্ট ফরমে ব্যক্তিগত তথ্য ইনপুট

নতুন পাসপোর্ট আবেদন করার মূল কাজ শুরু করা হয়। এ অনুষ্ঠানে আবেদনকারী ব্যক্তিগত তথ্য যেমন নিজের নাম, লিঙ্গ, নারী, ধর্ম, দেশের নাম, জন্ম (জেলার নাম) এবং জন্মতারিখ (dd-mm-yyyy) ১ম ফরমটি পুড়ন করতে হবে।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম



যদি এই আবেদনকারীর নাম স্বয়ংক্রিয়ভাবে দেখা যায় ব্যক্তিগত তথ্য ইনপুট ফরমের সবচেয়ে জলরাশি নাগরিকত্বের বুকে জানতে চাওয়া হবে। আমরা আমাদের জন্মগতভাবে নাগরিক নাগরিক, "জন্মের মাধ্যমে" অপশনটি নির্বাচন করে দেবো। এই ধাপটি শেষ হলে "সংরক্ষণ করুন এবং চালিয়ে যান" বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।

  • ৭ ঠিকানা নির্বাচন ও ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

ই পাসপোর্ট করার নিয়মের মধ্যে একটি পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশনের জন্য বর্তমান ঠিকানা সঠিকভাবে ইনপুট করতে হবে। জাতীয় রাজনীতির প্রকাশের অংশে বসার জায়গার তথ্য পূরণ করা উচিত।

ঠিকানা নির্বাচনের ক্ষেত্রে নিরোধক পয়েন্টগুলো লিখারঃ-
আত্মীয় নাম
দল নাম
পছন্দের নাম
রোড নম্বর
পোস্ট অফিস
পোস্ট কোড

কোনটি তথ্য যচাই বাছাই করে সঠিকভাবে চেষ্টা করবেন। বিশেষ করে ঠিকানার গুরুত্ব দিয়ে দেখা উচিত। কেননা আপনার ঠিকানা এই পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার স্থায়ী ঠিকানা একই হলে "বর্তমান ঠিকানা স্থায়ী হিসাবে একই"

বর্তমান এবং পৃথক পরিচয় প্রকাশ হলে আপনার ঠিকানায় প্রবেশপত্র দিতে হবে। ঠিকানা আলাদা হলে পুলিশ ক্লিয়ারেন্স বা থানা ভেরিফিকেশন দুই ঠিকানা হবে।

  • ৮ আইডি নথি


এই ধাপে আপনার কাছে কোন পাসপোর্ট ছিল এই বিষয়ে জানতে চাওয়া হবে। আপনার আগে যদি কোন এমআরপি পাসপোর্ট বা ইপোর্ট থেকে থাকে তাহলে তা নির্বাচন করতে হবে। আর যদি নতুন পাসপোর্ট আবেদন করতে হয় তাহলে "না, আমার কোনো আগের পাসপোর্ট নেই" প্রতীক হাতের লিখা পাসপোর্ট তারাও এটি নির্বাচন করবেন।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম



যদি কোন দেশের পাসপোর্ট থেকে থাকে সে ক্ষেত্রে আপনার ঐ পাসপোর্ট সম্পর্কে তথ্য দিতে হবে। ধরে নিলাম আপনার অন্য কোন দেশের পাসপোর্ট নেই। তাই উপরে দেখান অন্য দেশের পাসপোর্ট সম্পর্কে জানতে চাওয়ার উপরে "না, আমার নেই" নির্বাচন করবেন।

আইডি নথিসমূহ আবেদনকারীর পুরানো ২০ বছরের কম হলে NID কার্ড অথবা অনলাইন জন্ম পোর্ট নম্বর ব্যাবহার করতে পারবেন। তথ্য প্রদানকারী সেইভ বাটনে চেপে পরবর্তী ধাপে জেতে হবে।

  • ৯ পিতামাতার তথ্য


এখন আপনাকে আপনার মাতার তথ্য প্রদান করতে হবে। ই পাসপোর্ট অভিভাবকদের তথ্য খাকেয়ের কাছে-মাতার নাম, তাদের দল, তাদের জাতীয়তা ও জাতীয় শিক্ষাপত্রের নম্বর ফরমটি পূরণ করতে হয়।
বাবা-মায়ের সেই তথ্য সকল অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে প্রয়োজন তাস্টে অনুরোধ করা হল
পিতার নাম (এনআইডি কার্ডের মতো)
পরিবেশ
তার জাতীয়তা ও
NID কার্ড নম্বর
মাতার নাম (NID কার্ডের মতো)
পরিবেশ
মাতার জাতীয়তাও
NID কার্ড নম্বর

  • ১০ বৈবাহিক অবস্থা

আবেদনকারী বৈবাহিক অবস্থা পরিবর্তন না অবিবাহিত এই তথ্য জানাতে চাওয়া হবে। এই তৃতীয় আপনি বৈবাহিক অবস্থা বাছাই করার জন্য একটি ড্রপ-ডাউন মেনু পাবেন। ড্রপ-ডাউন অপশনটি আপনার জন্য থেকে

বৈবাহিক আবস্থার পূর্ববর্তী অবিবাহিত, বিবাহিত, তালাকপ্রাপ্ত, বিধবা বা বিধবা এই অপশনটি থাকে। আপনার অবস্থা থেকে আপনার অবস্থা একটি অপশন বাসাই করুন।

  • ১১ জরুরী যোগাযোগ

প্রয়োজনে যোগাযোগ করার জন্য একজনকে তথ্য দিতে হবে। সদস্য সদস্য যেমন বাবা, মা ভাইয়ের ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। জরুরি প্রয়োজন যার সাথে যোগাযোগ করবে, তার অধিকার আইনপত্রে যেভাবে আছে তার সাথে ভালোভাবে।

পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে জরুরী যোগাযোগের ক্ষেত্রে নম্বরে যোগাযোগ করা হয়। তা ছাড়া কোন কারণে আপনার সাথে যোগাযোগ করতে হলে এই ঠিকানা বা মোবাইল নম্বর ব্যাবহার করতে হবে।

  • ১২ পাসপোর্টের ধরন

পাসপোর্ট বিকল্প বাপোর্টের ধরনে আপনি আপনার পাসপোর্টের পৃষ্ঠাও বাছাই করতে পারেন। বিদেশ ভ্রমণ ও গণনা পৃষ্ঠা আনুসারে ৪৮ পৃষ্ঠার ৬৪ পৃষ্ঠার যেটি বাছাই করুন। আপনি যদি খুব বেশি ট্রাভেল করে থাকেন তাহলে ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট নিতে পারেন। অন্যথা ৪৮ পৃষ্ঠাই যথেষ্ট।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম


পাসপোর্টের ধরন বাছাই
পৃষ্ঠার সংখ্যা দাঁড় করানো ই-পাসপোর্টের পক্ষে সিলেক্ট করতে হবে। ৫ বছর করা ১০ বছর প্রতি পাস করা যায়। আপনার উপর ভিত্তি করে পাসপোর্ট এর বিকল্প নির্বাচন করুন। রাকবেন প্ল্যাগটি মনে করার উপর ই পাসপোর্ট ফি আসবে।

  • ১২ ই-পাসপোর্ট ফি প্রদান


আবেদন সাবমিট করার আগে আবেদন সামারি থেক আপনার তথ্যগুলোকে ভোট গ্রহণ করুন। ঠিক থাকলে পাসপোর্ট ফি প্রদান করতে পেজেন বর্তমানে ই পাসপোর্ট ফি ২ ভাবে প্রদান করা যায়।

অফলাইন পেমেন্ট

ই পাসপোর্ট অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি প্রদান করার জন্য যেকোন মোবাইল ব্যাংকিং, ই-ওয়ালেট, ইন্টারনেট অনলাইনিং অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অনলিনে ফি প্রদানের ক্ষেত্রে কিছু কিছু প্রযুক্তি প্রযোজ্য হয়। অনলাইন পেমেন্ট নিতে পেমেন্ট স্লিপ প্রিন্ট করতে হবে।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম


অনলাইন ই পাসপোর্ট ফি প্রদান

অফলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে ফরম্যাট জমা দেওয়ার জন্য পাস বা ড্রাফট করতে হবে। ড্রাফট করার জন্য আপনার আপ্লিকেশন সামারি নিয়ে জেতে হবে। অফলাইনে পাসপোর্ট ফি জমা দিয়ে আতিরিক্ত কোন টাকা দিতে হবে না। সোনালী ব্যাংক, এনটিআরসি সহ আরো কিছু ব্যাংক ই পাসপোর্ট ফি জমা দিতে।

  • ১৩ আবেদন কপি ও অ্যাপ সামারি প্রিন্ট

পাসপোর্টের আবেদনটি সঠিকভাবে সাবমিট হওয়া আপনার আবেদনের কপি এবং আবেদন গ্রীষ্মকালীন প্রিন্ট অথবা পিডিএফ নিবন্ধে সংগ্রহ করতে হবে।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট চেক করার নিয়ম,পাসপোর্ট,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম



পাসপোর্টের আবেদন কপি প্রিন্ট


পাসপোর্ট আবেদন কপি ও অ্যাপ্লিকেশন সামঞ্জস্যপূর্ণ
অনলাইন আবেদন এবং পাসপোর্ট ফি প্রদান করা সাধারণ কাগজপত্রের সাথে আঞ্চলি পাসপোর্ট আফিসে যেতে হবে। পাসপোর্ট অফিসের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে আপনার বায়মেট্রিক তথ্য সংগ্রহ করবে। তারপর আপনাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিতে হবে। এই ডেলিভারি স্লিপ পরবর্তী সময়ে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।


  • ১৪ ই পাসপোর্ট সংগ্রহ

এখন শুধু অপেক্ষা পালা। পুলিশ ভেরিফিকেশন বা ক্লিয়ারেন্সের জন্য আপনাকে ডাকা হতে পারে অথবা পুলিশ সদস্য আপনার এলাকায় যেতে পারে। আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে তা ঘোষণা করা হবে।

ইপোর্ট পাসপোর্ট হয়ে আপনাকে আবার পাসপোর্ট অফিসে গিয়ে, ডেলিভারি টোকেন পাসপোর্টটি সংগ্রহ করতে হবে।

ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট সংশোধন করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩,পাসপোর্ট,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট করার নিয়ম 2021,পাসপোর্ট করার নিয়ম 2020,ই পাসপোর্ট করার নিয়ম ২০২৩,ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,ই পাসপোর্ট চেক করার নিয়ম,বিদেশ থেকে ই পাসপোর্ট করার নিয়ম,দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম