আরাফার দিনের আমল ও দোয়া। Arafar Diner Dua Amol

আরাফার দিনের আমল ও দোয়া। Arafar Diner Dua Amol
আরাফার দিনের আমল ও দোয়া। Arafar Diner Dua Amol


আরাফার দিনে (৮ জুলাই)  জুহুর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়।এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান  করবেন।  এই সময় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করতে থাকেন,গুনাহ মাফ করতে থাকবেন আর দুয়া কবুল করতে থাকবেন ।এই সময়  আমরা গুনাহ মাফের জন্য  তওবা করব আল্লাহর দরবারে, কান্নাকাটি করব আমাদের গুনাহের কথা  স্মরণ করে আর আমাদের জীবনে যা যা  লাগবে তার জন্য দুয়া করব।এই সুযোগ টা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ। 

 আরাফার দিনে কোন সময় দামী  দয়া কবুল হয়, কি ভাবে দোয়া করবেন


১)আরাফার দিনের দু‘আ ১০০ বার


لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ


লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।


নেই কোন উপাস্য এক আল্লাহ ব্যতীত। তাঁর শরীক নেই। রাজত্ব তাঁর জন্য। প্রশংসা তাঁর জন্য। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।


২) সূরা ইখলাস ১০০ বার


সূরা আল-ইখলাস


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ


اللَّهُ الصَّمَدُ


لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ


وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ


কুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লা-হুসসামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।


বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।


১) দরুদে ইব্রাহিম ১০০ বার


দুরূদে ইব্রাহিম


اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ  .. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ


আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ’লা ইব্‌রাহীমা ওয়া আ’লা আলি ইব্‌রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাক্‌তা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।


হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) ও তাঁর পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহীম (আঃ) ও তাঁর এর পরিজনের প্রতি, নিশ্চই আপনি প্রশংসিত ও সম্মানিত। 

 আরাফার দিনে কোন সময় দামী  দয়া কবুল হয়, কি ভাবে দোয়া করবেন

আরাফার দিনের আমল,আরাফার দিনের দোয়া,আরাফার দিনের রোজা,আরাফার দিনের দোয়া,আরাফাতের দিনের আমল,আরাফার দিনের ফজিলত,আরাফার দিনের দোয়া ও আমল,আরাফার আমল,আরাফাতের দিনের দোয়া,আরাফাতের দিনের দোয়া,আরাফার দিনের রোজার ফজিলত,আরাফার দোয়া,আরাফার দিনের ফযিলত,আরাফার রোজা,আরাফার দিন কবে,আরাফার দিন,আরাফার রোজার ফজিলত,আরাফার দিনের আমল ও দোয়া,আরাফার রোজা কোন দিন রাখতে হবে,আরাফার দিনের বিশেষ আমল,আরাফার রোজা কয়টি,আরাফার দিনের বিশেষ আমল ও ফজিলত,আরাফার দিনের রোজা কবে