অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩
অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩
অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩
বাংলাদেশের সকল জেলার পাসপোর্ট অফিসগুলোতে ই পাসপোর্ট সেবা কার্যক্রম চালু আছে। তাই আপনি খুব সহজেই নিজ জেলা থেকেই এমআরপি পাসপোর্ট নবায়নপূর্বক ই পাসপোর্ট পেয়ে যাবেন। আপনি চাইলে নিজেই অনলাইনে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার ফরম পুরণ করে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন।
ই পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে পূর্বের এমআরপি পাসপোর্ট এর তথ্যগুলোই সাবমিট করতে হবে। যদি কোনো তথ্যের অমিল দেখা দেয় তাহলে ই পাসপোর্ট নাও পেতে পারেন।অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩
অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী
ই পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে নতুন করে ই পাসপোর্ট তৈরি করার নিয়মাবলী অনুসরণ করতে হবে। কিভাবে নতুন করে ই পাসপোর্ট তৈরি করতে হয় তা জানতে এই লিংকে প্রবেশ করুন ই পাসপোর্ট তৈরির নিয়ম।
সর্বপ্রথম আপনাকে www.epassport.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনাকে শুধুমাত্র আইডি ডকুমেন্টস (ID Documents) অপশন থেকে আপনার পূর্ববর্তী এমআরপি পাসপোর্ট (MRP Passport) অপশনটি সিলেক্ট করবেন এবং যে সকল তথ্য চাইবে তা পূরণ করবেন।
এচিত্রে যেভাবে দেখানো হয়েছে সেই ভাবে সিলেক্ট করবেন। অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩
১ম ধাপ: ID Documents অপশন আসলে পরে “Yes, I have a Machine Readable Passport (MRP)” এই অপশনটি নির্বাচন করতে হবে।
২য় ধাপ: “What is the reason for your passport request?” এইখানে Arrow চিহ্নে ক্লিক করে আপনার পাসপোর্ট রিনিউ করার কারণ নির্বাচন করতে হবে।
অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার কারণ
চিত্রে দেখানো কারণগুলো থেকে আপনার রিনিউ করার কারণ নির্বাচন করুন। নিচে দেখা হলো কোন শব্দের কী অর্থ।
EXPIRED- যদি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে।
LOST/ STOLEN- যদি হারিয়ে যায় বা চুরি হয়ে গিয়ে থাকে।
DATA CHANGE- তথ্য পরিবর্তনের জন্য।
UNUSABLE- যদি পাসপোর্ট নষ্ট বা ছিড়ে গেলে।
OTHER- অন্যান্য কারণ।
৩য় ধাপ: এরপর আপনি আপনার এমআরপি পাসপোর্ট নম্বরটি লিখুন।
৪র্থ ধাপ: আপনার পাসপোর্ট প্রদানের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন।
এরপরে ধাপগুলো নতুন ই পাসপোর্ট যেভাবে করতে হয় সেভাবে পার করতে হবে। নতুন ই পাসপোর্ট কীভাবে করতে হয় তা আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে আর্টিকেল লেখা আছে। চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন।
পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
সনাক্তকরণ ডকুমেন্টের প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ)
ই চালান/ মানি অর্ডার/ ব্যাংক সার্টিফাইড চেক।
পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি।
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৩
পাসপোর্ট রিনিউ করার ফি নতুন ই পাসপোর্ট করার ফি এর সমমূল্য।
∆ ৫ বছরের মেয়াদী ৪৮ পাতার ই পাসপাের্ট
নিয়মিত (রেগুলার) ১৫-২১ দিন ৮,০২৫ টাকা।
জরুরী (এক্সপ্রেস) ৭-১০ দিন ৬,৩২৫ টাকা।
অতি জরুরি (সুপার এক্সপ্রেস) ২ দিন ৮,৬২৫ টাকা।
∆ ৫ বছরের মেয়াদী ৬৪ পাতার ই পাসপাের্ট
নিয়মিত (রেগুলার) ১৫-২১ দিন ৬,৩২৫ টাকা
জরুরি (এক্সপ্রেস) ৭-১০ দিন ৮,৩২৫ টাকা।
অতি জরুরি (সুপার এক্সপ্রেস) ২ দিন ১২,০৭৫ টাকা
∆ ১০ বছরের মেয়াদী ৪৮ পাতার ই পাসপাের্ট
নিয়মিত (রেগুলার) ১৫-২১ দিন ৫,৭৫০ টাকা।
জরুরী (এক্সপ্রেস) ৭-১০ দিন ৮,০৫০ টাকা।
অতি জরুরি (সুপার এক্সপ্রেস) ২ দিন ১০,৩৫০ টাকা।
∆ ১০ বছরের মেয়াদী ৬৪ পাতার ই পাসপাের্ট
নিয়মিত (রেগুলার) ১৫-২১ দিন ৮,০৫০ টাকা।
জরুরি (এক্সপ্রেস) ৭-১০ দিন ১০,৩৫০ টাকা।
অতি জরুরি (সুপার এক্সপ্রেস) ২ দিন ১৩,৮০০ টাকা
পাসপোর্ট রিনিউ ফরম জমা দেয়ার নিদের্শনা
অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করার পর, আবেদনের কপি A4 সাইজ কাগজে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে।
ই পাসপোর্ট রিনিউ ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রগুলোর ফটোকপি সংযুক্ত করতে হবে।
হারানো পাসপোর্ট রিনিউ করতে হলে মূল জিডির কপি সাবমিট করতে হবে।
পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে মূল আম আর পি পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
পাসপোর্ট রিনিউ সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন | ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩
পাসপোর্ট রিনিউ ফি কত?
পাসপোর্ট রিনিউ করার কোনো ফি নেই। কেননা পাসপোর্ট রিনিউ করা মানে নতুন করে আবার পাসপোর্ট করা। তাই নতুন ই পাসপোর্ট তৈরি করতে গেলে যত টাকা ফি দেওয়া লাগে তত টাকায় রিনিউ করতে খরচ হবে।
পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে?
রেগুলার বা সাধারণ ডেলিভারির ক্ষেত্রে ১৫ থেকে ২০ দিন সময় লাগে।
কিভাবে পাসপোর্ট রিনিউ করব?
নতুন ই পাসপোর্ট যেভাবে আবেদন করা লাগে ঠিক সেভাবেই পুরাতন পাসপোর্টকে রিনিউ করতে হয়। তবে রিনিউ করার ক্ষেত্রে পুরাতন পাসপোর্ট এর তথ্যগুলো হুবহু উল্লেখ্য করতে হবে।
কত দিন আগে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করা যাবে?
রিনিউ করার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই। যেহেতু পাসপোর্ট নতুন করে আসতে বেশ কিছুদিন সময় লাগে তাই মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগে থেকেই রিনিউ আবেদন করা উচিত।
শেষ কথা:
“অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৩” এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে অনলাইনে ই পাসপোর্ট রিনিউ নিয়ম। আশা করি এখন আপনারা ঘরে বসে অনলাইনে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন।nor24pasport
ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী,এম আর পি থেকে ই পাসপোর্ট রিনিউ,পাসপোর্ট রিনিউ,এম আর পি থেকে ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,এম আর পি পাসপোর্ট রিনিউ,অনলাইনে পাসপোর্ট রিনিউ করার নিয়ম,ই পাসপোর্ট,অনলাইনে ই পাসপোর্ট করার নিয়ম,পাসপোর্ট নবায়ন করার নিয়ম,পাসপোর্ট রিনিউ করার নিয়ম,পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী ২০২৩,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই পাসপোর্ট রিনিউ অনলাইনে,বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার নিয়ম
Tags:
gv