১লা মের কবিতা। ১লা মে-র বিখ্যাত কবিতা । Poila mayer kobita

১লা মের কবিতা। ১লা মে-র বিখ্যাত কবিতা । Poila mayer kobita
মে দিবসের কবিতা l মেহনতি মানুষ l শ্রমিক দিবসের কবিতা l ১লা মে কবিতা



মে দিবসের কবিতা ২০২৩

মে দিবসের কবিতা / শ্রমিক দিবসের কবিতা : মে দিবস বলতে বুঝায় শ্রমিক দিবস। শ্রমিক দিবস ১লা মে পালিত হয় বলে এই দিবসকে বলা হয় মে দিবস। শ্রমিকদের সুখ দুঃখ বা মে দিবসের অনুভূতি নিয়ে যে কবিতা লেখা হয় তাকে মে দিবসের কবিতা বা শ্রমিক দিবসের কবিতা বলা হয়ে থাকে। মে দিবসের কবিতায় ফুটে ওঠে জনম দুঃখি নিপীড়িত, অবেহেলিত শ্রমিকদের দুঃখ, বেদনা, লাঞ্ছনা ইত্যাদি।


১লা মের কবিতা সৈয়দ মাসুম


শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, 
নগর অট্টালিকা 
কে করেছে বলতে পারো 
কাদের হাতে গড়া।


শরীর কে মেশিন করে 
দিনে রাতে কাজ করে 
চোখ রাঙানি লাথি-গুতা 
শুকনো রুটি জুটে পাতে।


এক পেট আধ-পেট খায় 
পুষ্টিহীনতায় ভোগে 
সবাইকে বাঁচিয়ে নিজে 
মরার আগেই মরে।


শ্রমজীবী এই মানুষরা 
কতই কষ্ট করে 
শ্রম দিয়ে ঘামের ফসল 
রাজ-রাজত্ব গড়ে ।




১লা মে-র কবিতা সুকান্ত ভট্টাচার্য ৪৬ বিখ্যাত কবিতা Poila mayer kobita ১লা মে-র কবিতা '৪৬

১লা মে-র কবিতা '৪৬ | সুকান্ত ভট্টাচার্য | মে দিবসের কবিতা | Bangla Poem | Poila May er Kobita
মে দিবসের কবিতা l মেহনতি মানুষ l শ্রমিক দিবসের কবিতা l ১লা মে কবিতা l Sromik Diboser Kobita

১লা মে-র কবিতা '৪৬ | সুকান্ত ভট্টাচার্য | মে দিবসের কবিতা | Bangla Poem | Poila May er Kobita

লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে,
কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়?


কতদিন তুষ্ট থাকবে আর
অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে?


মনের কথা ব্যক্ত করবে
ক্ষীণ অস্পষ্ট কেঁউ-কেঁউ শব্দে?


ক্ষুদিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন?


ঝুলে পড়া তোমার জিভ,
শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কত কাল?


মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে
কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুদা আর গলার শিকলকে?


কতক্ষণ নাড়তে থাকবে লেজ?


তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো,
অস্বীকার করো বশ্যতাকে।


চলো, শুকনো হাড়ের বদলে
সন্ধান করি তাজা রক্তের,
তৈরী হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য।


শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক
সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।।


কুলি-মজুর __কাজী নজরুল ইসলাম

-মজুর কাজী নজরুল ইসলাম কবিতা | কবিতা কুলি-মজুর | Kobita Kuli Mojur Kazi Nazrul Islam কবিতা - Poem - কবিতা: কুলি - মজুর লেখক: কাজী নজরুল ইসলাম... | Facebook কুলি মজুর কবিতা – কাজী নজরুল ইসলাম | ভালো কবিতা কুলি মজুর কবিতার ব্যাখ্যা ও বিশ্লেষণ ।। সপ্তম শ্রেনি । কুলি-মজুর – কাজী নজরুল ইসলাম কুলি-মজুর – কাজী নজরুল ইসলাম Kuli Mojur Kobita Lyrics : কুলি মজুর - কাজী নজরুল ইসলাম কুলি মজুর | কাজী নজরুল ইসলাম | Kuli mojur | Kazi Nazrul Islam | Bengali  Recitation | Bangla Kobita - YouTube কুলি মজুর কবিতা – কাজী নজরুল ইসলাম | ভালো কবিতা কুলি মজুর কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর - কুলি মজুর কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর



দেখিনু সেদিন রেলে,
কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে!
চোখ ফেটে এল জল,

এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,
বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।


বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্‌?


রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,


বল ত এসব কাহাদের দান! তোমার অট্টালিকা
কার খুনে রাঙা?-ঠুলি খুলে দেখ, প্রতি হঁটে আছে লিখা।


তুমি জান না ক’, কিন- পথের প্রতি ধূলিকণা জানে,
ঐ পথ, ঐ জাহাজ, শকট, অট্টালিকার মানে!


আসিতেছে শুভদিন,  ১লা মে-র বিখ্যাত কবিতা


দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,


পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,


তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,


তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
তুমি শুয়ে র’বে তেতালার পরে আমরা রহিব নীচে,


অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা-রসে


এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে!
তারি পদরজ অঞ্জলি করি’ মাথায় লইব তুলি’,


সকলের সাথে পথে চলি’ যার পায়ে লাগিয়াছে ধূলি!
আজ নিখিলের বেদনা -আর্ত পীড়িতের মাখি’ খুন,


লালে লাল হ’য়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ!
আজ হৃদয়ের জমা-ধরা যত কবাট ভাঙিয়া দাও,
রং-করা ঐ চামড়ার যত আবরণ খুলে নাও!


আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল,
মাতামাতি ক’রে ঢুকুক্‌ এ বুকে, খুলে দাও যত খিল!
সকল আকাশ ভাঙিয়া পড়-ক আমাদের এই ঘরে,
মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়-ক ঝ’রে।


সকল কালের সকল দেশের সকল মানুষ আসি’
এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশী।
একজনে দিলে ব্যথা-


সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা।
একের অসম্মান
নিখিল মানব-জাতির লজ্জা-সকলের অপমান!


মহা-মানবের মহা-বেদনার আজি মহা-উত্থান,
উর্ধ্বে হাসিছে ভগবান, নীচে কাঁপিতেছে শয়তান!


১লা মে-র কবিতা '৪৬ 
ছাড়পত্র কবিতা আবৃত্তি
দেশলাই কাঠি কবিতা pdf
দেশলাই কাঠি কবিতার ব্যাখ্যা
ছাড়পত্র কবিতার প্রশ্ন উত্তর
দেশলাই কাঠি কবিতা আবৃত্তি
বুদ্ধদেব ভট্টাচার্য কবিতা
সুকান্ত ভট্টাচার্যের আবৃত্তি
হে মহামানব একবার এসো ফিরে

কাজী নজরুল ইসলাম,কাজী নজরুল ইসলাম কবিতা,কাজী নজরুল ইসলামের কবিতা,কুলি মজুর কাজী নজরুল ইসলাম,কুলি-মজুর কাজী নজরুল ইসলাম,কুলি-মজুর - কাজী নজরুল ইসলাম,কুলি মজুর | কাজী নজরুল ইসলাম,নজরুল ইসলাম,কুলি-মজুর কবিতা – কাজী নজরুল ইসলাম | kuli mojur kobita,কাজী নজরুল,কাজী নজরুল ইসলাম গজল,কবি কাজী নজরুল ইসলাম,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কবিতা,কবিতা আবৃত্তি কাজী নজরুল ইসলাম,কাজী নজরুল ইসলামের বিরহের কবিতা