মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
দলে ডাক পেয়েছেন অনেক তরুণ, বাদ পরেছেন নিয়মিত একাদশে খেলা অনেক ফুটবলার
অভিনন্দন আন্দ্রে সান্তোস। সে সুযোগটা কাজে লাগাবে আশা করি৷ 💛
১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিটর রোকে ডাক পেয়েছে ব্রাজিল জাতীয় দলে। ব্রাজিলিয়ান ফুটবলে ‘বিষ্ময় বালক’ আসার ধারায় রোকে হতে পারে নতুন সংযোজন। বার্সেলোনা তাঁর পিছু ছুটছে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে তাঁকে ‘নতুন রোনালদো’ বলা হচ্ছে। কোচ মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া কোপা আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ৬ গোল করেছিলো রোকে।
রোকের জন্য শুভকামনা। 🥀
🚨থিয়াগো সিলভার অনুপস্থিতিতে মরক্কোর বিপক্ষে ম্যাচে,, ব্রাজিল জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ক্যাসেমিরো..!!🇧🇷✌️👀
মরোক্কোর বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা!! দলে নেই নেইমার!
নেইমার এবং সিলভা ইঞ্জুরিজনিত কারণে স্কোয়াডে নেই। খেলা আগামী ২৬ মার্চ ভোর ৪.০০ ঘটিকায়
নেইমার, রাফিনহা, অ্যালিসন, গুইমারেস, দানিলো, সান্দ্রো, ফ্রেড প্রত্যেকেই বাদ
নেইমার ও অ্যালিসনকে ছাড়া মরোক্কোর বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে 🇧🇷👇👇
#Brazil #morocco #brazilfootball #neymarjr #Neymar #NeymarJr10
ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেস তার বাছাই করা দলে ৯ জন ফুটবলারকে দলে রেখেছেন, যারা এখনও ব্রাজিলের সিনিয়র পর্যায়ে খেলেননি। এই ৯ জনের মধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে রাখা হয়েছে।
র্যামন মেনেজেসের ঘোষিত দলে জায়গা হয়নি অ্যালিসন বেকার, ব্রুনো গুইমারেস, ফ্রেড, মার্তিনেল্লি, রাফিনহাদের। মূলত, পরবর্তী বিশ্বকাপের জন্য তরুণ ফুটবলারদের প্রাধান্য দিয়েছেন তিনি।
মরোক্কোর বিপক্ষে ২৫ মার্চের ম্যাচের জন্য রাতে দল ঘোষনা করবে অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস!
যেহুতু রামন অ-২০ দলের কোচ তাই তার প্রিয় শীর্শ অ-২০ কোপা জয়ী আন্দ্রে সান্তোসকে ডাকার প্রবল সম্ভাবনা।
মাঠে ফিরেই গোল করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি 'রোনালদিনহো'
ব্রাজিল জাতীয় দলে প্রথম বারের মত ডাক পাওয়া,, তরুণদের জন্য শুভকামনা রইল..!! 🇧🇷👀
সেলেসাও শিবিরে স্বাগতম 🥳👏
কোপা আমেরিকাতে দুর্দান্ত পারফর্ম করেছিলো ব্রাজিলিয়ান তরুণ আন্দ্রে সান্তোস।
সান্তোসের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে তাকে চেলসি চেয়েছিল জানুয়ারীতেই নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ব্রিটিশ ওয়ার্ক পারমিট না পাওয়ার কারণে তাকে নিতে পারেনি। এখন চেলসি তাকে লোনে রেখেছে ভাস্কো দা গামায়। আগামী জুনে তাকে নিয়ে যাবে চেলসি।
আজকে ব্রাজিল দল ঘোষণা করবেন কোচ র্যামন মেনেজেস। স্কোয়াডে চমক হিসেবে রাখা হতে পারে আন্দ্রে সান্তোসকে।
গোলরক্ষক:👇👇
এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো প্যারানেন্স), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার:👇👇
আর্থার (আমেরিকা), এমারসন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিলা), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এডার মিলিতো (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), রবার্ট রেনান (জেনিত) )
মিডফিল্ডার:👇👇
ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়াও গোমেস (ওলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড:👇👇
অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমেইরাস), ভিটর রোকে (অ্যাথলেটিকো প্যারানেসে)।
Tag:
ব্রাজিল বনাম মরক্কো,ব্রাজিল,মরক্কো বনাম ব্রাজিল,নেইমার ব্রাজিল,রিচার্লিসন ব্রাজিল,ব্রাজিল বিশ্বকাপ,ব্রাজিল 2023,ব্রাজিল বনাম মরক্কো 3-0,মরক্কো বনাম ব্রাজিল 0-3,ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ,মরোক্কো বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ,ব্রাজিল ফুটবল ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল,ব্রাজিল বনাম মরক্কো 26 মার্চ 2023,ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ ফিক্সচার,মরোক্কো বনাম ব্রাজিল ম্যাচ ফিক্সচার,অ্যালিসন বেকার ব্রাজিল,ব্রাজিল কাতার 2023 ফাভেলা মরক্কো,ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের সূচী 2,মরোক্কো 2 ম্যাচের সময়সূচী