২০২৬ বিশ্বকাপ।2026 FIFA World Cup

২০২৬ বিশ্বকাপ।2026 FIFA World Cup

২০২৬ বিশ্বকাপ।

২০২৬ বিশ্বকাপ


২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2026 FIFA World Cup) আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর হবে। কানাডা,মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ


👉 প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে। 

👉 গ্রুপ হবে ১২টি, বর্তমান ফরম্যাটের মতো প্রতি গ্রুপে দল থাকবে ৪টি।

👉 আসরে মোট ম্যাচ হবে ১০৪টি।

👉 প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে শেষ বত্রিশে, সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়াদের মধ্যে সেরা আটটি দলও জায়গা পাবে এই ধাপে।

👉 এই ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব; যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল।


কোন কোন শহরে হবে ২০২৬ বিশ্বকাপ


উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। সেই তিন দেশের প্রতিটা শহরে অবশ্যই আয়োজিত হবে না বিশ্বকাপের ম্যাচ। সেখানেও যাচাই-বাছাইয়ের একটা কাজ থাকে। সে যাচাই-বাছাইয়ের কাজটাই শেষ করেছে ফিফা। জানিয়ে দিয়েছে, কোন কোন শহরে আয়োজিত হতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। ৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ

কোন কোন স্টেডিয়াম খেলা হবে ২০২৬ বিশ্বকাপ

উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। সেই তিন দেশের প্রতিটা শহরে অবশ্যই আয়োজিত হবে না বিশ্বকাপের ম্যাচ। সেখানেও যাচাই-বাছাইয়ের একটা কাজ থাকে। সে যাচাই-বাছাইয়ের কাজটাই শেষ করেছে ফিফা। জানিয়ে দিয়েছে, কোন কোন শহরে আয়োজিত হতে চলেছে ২০২৬ বিশ্বকাপ।


৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। তিন দেশের মধ্যে দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকের ১১টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপ। মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শহরগুলোর নাম এক ঝলকে দেখে নেওয়া যাক


যুক্তরাষ্ট্র


আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)

বোস্টন (জিলেট স্টেডিয়াম)

ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)

হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)

কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)

লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)

নিউইয়র্ক/ নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)

মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)

ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)

সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)

সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)


মেক্সিকো

গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)

মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)

মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)



কানাডা

টরন্টো (বিএমও ফিল্ড)

ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)


Tag:

২০২৬ বিশ্বকাপ,বিশ্বকাপ,ফুটবল বিশ্বকাপ,বিশ্বকাপ ২০২৬,ফিফা বিশ্বকাপ ২০২৬,দল জিতবে ২০২৬ বিশ্বকাপ,কে জিতবে ২০২৬ বিশ্বকাপ,২০২৬ ফুটবল বিশ্বকাপ,বিশ্বকাপ ফুটবল ২০২৬,২০২৬ বিশ্বকাপ খুটিনাটি,২০২৬ বিশ্বকাপ হবে কোথায়,২০২৬ বিশ্বকাপ কোথায় হবে?,২০২৬ বিশ্বকাপ কোথায় হবে,২০২৬ বিশ্বকাপ খেলবে মেসি,আমেরিকা বিশ্বকাপ ২০২৬,২০২৬ বিশ্বকাপ কোন দেশে হবে,বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপে কি কি আয়োজন থাকবে,২০২৬ বিশ্বকাপে কি থাকবে,২০২২ ফুটবল বিশ্বকাপ,কার হাতে উঠবে ২০২৬ বিশ্বকাপ


বিশ্বকাপ 2026,ফিফা বিশ্বকাপ 2026,বিশ্বকাপ,2026 বিশ্বকাপ,ফিফা বিশ্বকাপ,2026 ফিফা বিশ্বকাপ,2026 বিশ্ব কাপ বিড,2026 বিশ্বকাপ আয়োজক,বিশ্ব,বিশ্বকাপ 2022,#বিশ্বকাপ 2026,2026 বিশ্বকাপ দল ,বিশ্বকাপ 2026 সব গোল,2026 বিশ্বকাপ ব্যাখ্যা করা হয়েছে,2026 ফিফা বিশ্বকাপের তথ্য,2026 ফিফা বিশ্বকাপ দল,বিশ্বকাপ 2026 tổ chức ở đâu,2022 ফিফা বিশ্বকাপ,ফিফা বিশ্বকাপ 2022,ফিফা বিশ্বকাপের সব গোল,2026ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ 2026 ভবিষ্যদ্বাণী