৫ রানে হারলো বাংলাদেশ, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত

 ৫ রানে হারলো বাংলাদেশ, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত



 ৫ রানে হারলো বাংলাদেশ, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত

বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত। ভারতের কাছে ৫ রানে হারে বাংলাদেশ। এই জয়ের মধ্যদিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল ভারত। এর আগে ভারতের ছুড়ে দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাধায় অনেকটা সময় বন্ধ থাকে খেলা। এরপর খেলা শুরু হলে রবিচন্দ্রন অশ্বিনের বলে রান আউট হয়ে ফেরেন লিটন দাস। পরের ওভারে বিদায় নেন নাজমুল হোসেন শান্তও।
 ৫ রানে হারলো বাংলাদেশ, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত

অষ্টম ওভারের দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত সিঙ্গেল পূর্ণ করলেও দ্বিতীয় রানের জন্য দৌড় দিলে অপর প্রান্তে লিটনকে রানআউট করে দেন লোকেশ রাহুল। লিটনের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের দারুণ ইনিংস। এরপর মোহাম্মদ শামির বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (২১)। এরপর আর কেউ দাঁড়াতেই পারেনি। শেষপর্যন্ত ২০ রানে হারে বাংলাদেশ।
এর আগে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে পাওয়ার প্লেতে এনে দিয়েছেন ৬০ রান। এরপর ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস। কিন্তু এর কিছুক্ষণ পর বৃষ্টি বাধায় খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শুরুর আগে ২১ বলেই অর্ধশত পূরণ করেছিলেন লিটন।

 ৫ রানে হারলো বাংলাদেশ, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত

সপ্তম ওভারের খেলা শেষে বৃষ্টি নামে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বাংলাদেশ এখন ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। বৃষ্টি থামলে ওভারের সংখ্যা কমে দাঁড়ায় ১৬-এ। বাংলাদেশের লক্ষ্য কমে দাঁড়ায় ১৫১ রানে। শেষ ৫৪ বলে ৮৫ রানের লক্ষ্যে নেমেই অবশ্য লিটনের উইকেট হারায় বাংলাদেশ।২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ অ্যাডিলেড ওভালে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে ভারত। ব্যাক অব লেন্থের হালকা বাউন্স পাওয়া বলে ইনিংসের শুরু করেছিলেন তাসকিন। প্রথম ওভারজুড়েই তিনি করেছেন দুর্দান্ত বোলিং, দিয়েছেন কেবল এক রান। এটুকু বললে কমই বলা হয় বোধ হয়।