বিপিএল ২০২৩ খেলার সময়সূচী ।।BPL 2023 Match Schedule
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বারাকাতুহু ক্রিকেট প্রেমী বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আমাদের বাংলাদেশ বিপিএল খেলা 2023 সালের সময়সূচী BPL 2023 Match Schedule হয়ে গেছে আমরা ইতিমধ্যেই জেনে গেছি 2023 খেলার সময়সূচী BPL 2023 Match Schedule এবং আমরা অনেকেই ইউটিউব ফেসবুক এবং গুগলে খুঁজে থাকি যদি আপনি বিপিএল ক্রিকেট খেলা লাইভ দেখতে চান তাহলে আমাদের এই NooR24 ওয়েবসাইটটি ফলো করুন .
BPL 2023 Match Schedule
সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল, হবে ১৬ ফেব্রুয়ারি। পরের আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এবারও তিন ভেন্যুতে খেলা মাঠে গড়াবে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)। একাদশ আসরের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি, যার পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
যে কারণে বিপিএলে দল পেলেন না সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরকে সামনে রেখে দল কেনার কথা ছিল সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকায় দেখা গেল সাকিবের প্রতিষ্ঠানটি দল পায়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, কোনো খেলোয়াড় বিপিএলে অংশ নেয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না।
যে কারণে বিপিএলে দল পেলেন না সাকিব
রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।
বরিশাল-ফরচুন বরিশাল স্পোর্টস লি খুলনা*-মাইন্ডট্রি লি-ঢাকা’ প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি- ‘-সিলেট-ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি-রংপুর’ টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রাম ডেলটা স্পোর্টস লি-কুমিল্লা-কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের অধীন দল গঠন করেছে।
বিপিএল ২০২৩ এর বিস্তারিত
সাকিবের দলের মালিকানা না পাওয়া প্রসঙ্গে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিল সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ফ্র্যাঞ্চাইজি দেয়ার ক্ষেত্রে অতীতে যারা বিপিএলের সঙ্গে ছিল তাদেরই অগ্রাধিকার দেয়া হয়েছে। সাকিব আল হাসান তার নিজ নামে কোনো ফ্র্যাঞ্চাইজির আবেদন করেননি। এছাড়া কোনো খেলোয়াড় বিপিএলে অংশ নেয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না।
জানা গেছে, এবার ফ্র্যাঞ্চাইজি চেয়ে ১১ প্রতিষ্ঠান আবেদন করেছিল। যে সাত ফ্র্যাঞ্চাইজিকে সত্ত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে থেকে কেউ যদি সময়মতো টাকা পরিশোধে ব্যর্থ হয় তাহলে বাকি যে চার ফ্র্যাঞ্চাইজি আছে তাদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজি আসবে। আগামী তিন মৌসুমের পুরো অর্থ জমা দিতে হবে এক সঙ্গে। যার সময়সীমা দেয়া হয়েছে ১৫ দিন।
বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক কত, জানাল বিসিবি
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে এরই মধ্যে ৭টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও নির্ধারণ করেছে বোর্ড। যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ টাকা। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। এতে উঠে আসে খেলোয়াড়দের পারিশ্রমিক। যেখানে বিপিএলে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা।
বিপিএল ২০২৩ নিলাম
এদিকে দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ এবং সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার ইউএস ডলার। এ ছাড়াও বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। যত ইচ্ছা ক্রিকেটার সাইন করাতে পারবে দলগুলো। একাদশে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।
সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এবারও তিন ভেন্যুতে খেলা মাঠে গড়াবে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)। একাদশ আসরের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি, যার পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
বিপিএল ২০২৩,বিপিএল ২০২৩ এর সময়সূচি,বিপিএল,বিপিএল ২০২৩ এর বিদেশি খেলোয়াড়,বরিশাল দলের স্কোয়াড বিপিএল ২০২৩,কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড বিপিএল ২০২৩,বিপিএল ২০২৩ সময়সূচী,২০২৩ বিপিএল,বিপিএল ২০২৩ এর সবগুলো দল,বিপিএল ২০২৩ এর খেলোয়াড়দের পারিশ্রমিক,বিপিএল -২০২৩ সময়সূচি,রাজশাহী দলের স্কোয়াড বিপিএল ২০২৩,বিপিএল ২০২৪ সময়সূচী,বিপিএল ২০২৩ সময়সূচী এবং ভেন্যু,বিপিএল সময়সূচী,বিপিএল ২০২৩ দল,বিপিএল 2023
bpl 2023 cricket schedule lanka premier league 2023 schedule cpl 2023 schedule bbl 2023 schedule bpl live 2023 bpl 2022 schedule psl 2023 schedule bpl 2023 wikipedia বিপিএল 2023 ক্রিকেট সময়সূচী লঙ্কা প্রিমিয়ার লিগ 2023 সময়সূচী cpl 2023 সময়সূচী bbl 2023 সময়সূচী বিপিএল লাইভ 2023 বিপিএল 2022 সময়সূচী পিএসএল 2023 সময়সূচী বিপিএল 2023 উইকিপিডিয়া