আল্লাহ মহান কাড়িগড়,তুমি আজব কাড়িগড়


আল্লাহ মহান কাড়িগড়,তুমি আজব কাড়িগড়


আমার দয়ালের দয়াল আল্লাহ মহান কাড়িগড়,তুমি আজব কাড়িগড়, তাই গড়লে সবই আজব করে করলেনা সহজ।
দয়াল তুমি আজব কাড়িগড়। এই মাটির দেহে হাওয়ারই জান তার ভিতরে অন্তর দিয়ে গড়লে মায়ার জাল,
সেই অন্তরে লাগলে আঘাত, দুচোখ ভরে জলপ্রপাত, বহে সাত সাগরের জল। দয়াল তুমি আজব কাড়িগড়।
এই ঝালর দুটি চক্ষুভরে এমন দৃষ্টি দিলে মোরে, যতই দেখি চোখ ভরেনা আরো দেখতে ইচ্ছা করে, দয়াল গড়লে কেমন করে।

মধুর ধ্বনি শোনবো বলে কর্ণ দিলে মোরে,

যতই শুনি কান ভরেনা, মধুর, মধুর সুরে, আরো শুনতে ইচ্ছা করে। দয়াল গড়লে কেমন করে।
একতোলার এই মাথার মগজ শতজনমের স্মৃতি, কেমনে যতনে রাখে হয়নাযে তার ত্রুটি।
দয়াল গড়লে কেমন করে সবই আনলিমিটেট করে। এই মানব জাতির রক্ত লাল আর সাদা চোখের জল।
সুখ বসন্তে হাসিমুখে চোখ যে করে ছল। দয়াল তুমি আজব কাড়িগড়।

 আল্লাহ তায়ালা মহান কাড়িগড়।

আমাদের মানবদেহ নিয়ে ভাবলেই বোঝা যায়। তাই একখানা গান লিখলাম।

আল্লাহ মহান কাড়িগড়,তুমি আজব কাড়িগড়