জিলহজ্জ মাসে তাকবীর পাঠের পদ্ধতি
জিলহজ্জ মাসে তাকবীর পাঠের পদ্ধতি
জিল হজ্জ মাসের চাঁদ উঠার পর থেকেই উঁচু আওয়াজে বেশী বেশী তাকবীর পাঠ করা সুন্নত। ফরজ নামাযের পর, মসজিদে, বাজারে এবং রাস্তায় চলার সময় এ তাকবীর বেশী করে পাঠ করা🔸 মহিলাগণ নিচু আওয়াজে তাকবীর পাঠ করবে। তবে দলবদ্ধভাবে সমস্বরে তাকবীর পাঠ করা সুন্নতের পরিপন্থী। কারণ সাহাবীদের থেকে দলবদ্ধভাবে তাকবীর পাঠ করার কোন প্রমাণ পাওয়া যায়না। অথচ তারা ছিলেন সৎকাজে আমাদের চেয়ে অনেক অগ্রগামী।
এই তাকবীর বলার অনেক অসংখ্য হাদিস আছে তার মাঝ থেকে আমি আপনাদের মাঝে সহি বুখারী একটি হাদিস তুলে ধরলাম।
🔳ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে ওমর ও আবূহুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এ দশ দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন, মানুষরাও তাদরে দেখে দেখে তাকবীর বলত। তিনি আরও বলেছেন, ইবনে ওমর মিনায় তার তাবুতে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনত, অতঃপর তারা তাকবীর বলত এবং বাজারের লোকেরাও তাদের সাথে তাকবীর বলত। এক পর্যায়ে পুরো মিনা তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠত।
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এ দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন, প্রত্যেক সালাতের পর, বিছানায়, তাঁবুতে মজলিসে ও চলার পথে সশব্দে তাকবীর বলা মোস্তাহাব। যেহেতু ওমর, ইবনে ওমর ও আবূহুরায়রা সশব্দে তাকবীর বলেছেন।
এই তাকবীর জিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামাযের পর থেকে শুরু করে আইয়ামে তাশরীক তথা জিল হজ্জ মাসের ১৩তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে।
তাকবীর হল:—
اللهُ أكبر اللهُ أكبر لا إلهَ إلَّا الله واللهُ أكبر اللهُ أكبر ولله الحَمْد
বাংলা উচ্চারণ:
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াল্লাহু আকবার
আল্লাহু আকবার
তাকবীর পড়ার নিয়ম হল:
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার (তিন বার অথবা দু বার)
লা-ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ।”
(এছাড়া আরও কয়েকটি পদ্ধতিতে তাকবীর পাঠ করার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে।)
আল্লাহ আমাদের সবাইকে তাকবীর বলার তৌফিক দান করুক আমিন।
আল্লাহু আলাম।
Eid er Takbir।।জিলহজ্জ মাসে তাকবীর পাঠের পদ্ধতি।।আল্লাহু আকবার(৩)লা-ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার Hafez Sulaiman Noor
তাকবীরে তাশরীক বলা- যিলহজ্ব মাসের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজিব। পুরুষের জন্য আওয়াজ করে, আর মহিলাদের জন্য নীরবে। তাকবীর হল- আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ”
জিলহজ মাসের অন্যতম আমল 'তাকবীরে তাশরীক'
9 থেকে 13 জিল-হজ পর্যন্ত তাকবীর -তাশরিকের আবৃত্তি করুন
জিলহজ্জ মাসের তাকবীর কিভাবে পড়তে হয়? || শাইখ মুফতি কাজি মুহাম্মাদ ইবরাহিম
জিলহজ্জ মাসে তাকবীর কবে থেকে দিতে হবে?
জিলহজ্জ মাসের ৯-১৩ তারিখের তাকবীর/ড. মিজানুর রহমান আজহারীর কণ্ঠে/মানবতার টিভি