নবী করিম সাঃ এর ১১ জন স্ত্রীর নাম
আসসালামু আলাইকুম।
আমাদের সকলের নবী হযরত মোহাম্মদ সাঃ। দুনিয়া সৃষ্টি থেকে আজ পযর্ন্ত এমন সম্মানিত মানুষ আর নেই আর আসবেও না। যিনি ছিলেন বিশ্ব বাসির জন্য রহমত।যাকে সৃষ্টি না করা হলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না। যার এত সম্মান যে আল্লাহ তায়ালা তাকে কখন নাম ধরে ডাক দেন নি বরং তার লকব- উপদি দরে ডাকা দিতেন। সর্বশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তায়ালা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। ( আলহামদুলিল্লাহ)
আমাদের নবী করিম সাঃ এর বিবাহ ওনেক কাফির বেইমান সমালোচনা করে। নাউজুবিল্লাহ।নবী করিম সাঃ এর ১১ জন স্ত্রীর নাম
নবী করিম সাঃ ১১ টি বিবাহ করছলেন এটা সত্য কথা কিন্তু এই ১১ টা বিবাহ শুধু নবী করিম সাঃ এর জন্যই খাচ ছিলেন।
নবী করিম সাঃ এর ১১ জন স্ত্রীর নাম হলঃ-
১) হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ।
২) হযরত সাওদা বিনতে সাম"আ"।
৩) হযরত আয়িশা বিনতে আবুবকর।
৪) হযরত হাফসা বিনতে উমর।
৫) হযরত যয়নাব বিনতে খুযাইমা।
৬) হযরত উম্মে সালামা হিন্দ বিনতে আবী উমাইয়্যা।
৭) হযরত যয়নাব বিনতে জাহাশ।
৮) হযরত জুওয়াইরিয়া বিনতে হারিছ।
৯) হযরত উম্মে হাবিবা
১০) হযরত সাফ্যিয়া বিনতে হাই।
১১) হযরত মাইমুনা বিনতে হারিস।
নবী করিম সাঃ ১১ টি বিবাহ কেন করলেন?
কারন নবী করিম সাঃ উম্মতের নেতা তার কাছে ওহি আসতো ওনেক মাসআলা আসতো কিছু মহিলাদের কিছু পুরুষদের। মহিলাদের মাসআলা বুজিয়ে দিতে একাদিক বিবাহ করেন এবং উম্মতকে শিক্ষা দিয়ে ছেন বিবাহর মাধ্যমে।
যেমনঃ- হযরত যয়নাব বিনতে জাহাশ কে প্রথম তার গোলাম এর সাথে বিবাহ দিয়েছিলেন কিন্তু ঔ সময় কাফিররা গোলাম কে নিজের পুএ মনে করতো পরবর্তীতে নবী করিম সাঃ নিজে বিবাহ করে দেখিয়ে দিলেন যে আপন পুএ আর গোলাম পুএ এক নয়।
এমন আরো ইতিহাস রয়েছে।
নবী করিম সাঃ এর কত জন স্ত্রী ছিলেন নবী করিম সাঃ এর ১১ জন স্ত্রীর নাম নবির স্ত্রী দের নাম