কি পরিমান টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে? 2022

 কি পরিমান টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে? 2022



জিলহজ্ব মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজের এবং পরিবারের প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন ভরি রুপা বা তার মূল্য পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানী ওয়াজিব হবে। 


🖋️বর্তমান সময়ে বাংলাদেশে বাজারে এক ভরি ২২ ক্যারেট রুপার দাম ১৫১৬ টাকা। অতএব নেসাব পরিমাণ টাকা হবে (১৫১৬ × ৫২.৫০=৭৯৫৯০) টাকা। 


🖋️আর এক ভরি ২১ ক্যারেট রুপার দাম ১৪৩৪ টাকা। অতএব নেসাব হবে(১৪৩৪×৫২.৫০=৭৫২৮৫) টাকা। 


🖋️১৮ ক্যারেট এক ভরি রুপার মূল্য ১২২৪ টাকা। অতএব নেসাব হবে ১২২৪×৫২.৫০= ৬৪২৬০) টাকা। 


মোট কথা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সর্বনিম্ন ৬৪২৬০ টাকা বা সমপরিমাণ সম্পদ থাকলে কুরবানী ওয়াজিব হবে। যে জমি বাৎসরিক খোরাকীর জন্য প্রয়োজন হয়না এবং প্রয়োজন-অতিরিক্ত আসবাবপত্র- এসবই কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাব যোগ্য। 


কি পরিমান টাকা থাকলে কোরবানি দিতে হবে?2022

উল্লেখ্য, স্বর্ণ-রুপার বাজারমূল্যে যেহেতু হ্রাস- বৃদ্ধি ঘটে,তাই তাৎক্ষণিক সাড়ে বায়ান্ন(৫২.৫০) ভরি রুপার বাজার মূল্য হিসাব করে কুরবানীর নেসাব বের করা যাবে। 

আলমুহীতল বুরহানী,৮/৪৫৫; খুলাসাতুল ফাতাওয়া,৪/৩০৯।


কি পরিমান টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে 2022