How to calibration cable fault locator ADERT CNS TX

How to calibration cable fault locator ADERT CNS   TX

আমাদের দুইটা ডিভাইস একটা নাম হলো ট্রান্সমিটার অন্য টা হলো

রিসিভার দুইটার সাথে দুটো cable আছে চলুন দেখি আসি

এটা হলো ট্রান্সমিটার 

এটা হলো রিসিভার

এখন ট্রান্সমিটার on করতে হলে আমাদের অন্টিনিয়ার

ক্যাবল কানেকশন করতে হবে ছবি দেওয়া হল

এই এন্টিনিয়ার ক্যাবল কানেকশন না করলে অন হবে না,

অন হলে এভাবে লাইট আসবে

==

 তারপর আমাদের রিসিভারের সাথে sensor আছে

তার সাথে একটা কেক্সেল cable আছে দুই সাইটে

একটা করে BNC CONNECTOR আছে তার সাথে আমাদের sensor লাগাতে হবে 

এর পর আমরা রিসিভার ডিভাইসের সাথে connection করব

এর পর আমরা ডিভাইস on করব অন হলে এভাবে ডিভাইসে লাইট আসবে


এর পর আমাদের কাজ হল ট্রান্সমিটারের এন্টিনিটার

এর সাথে 100 মিটার বা 50 মিটার ক্যাবলের মাথা ইন্সুলেশন রিমুভ করে

এন্টিনিটার দুই ক্যাবলের মাথায় লাগিয়ে দিতে হবে অন্য মাথা শর্ট করে দিতে হবে

এর পর আমরা রিসিভার ডিভাইসের মাধ্যমে চেক করব insha'Allah

যদি ক্যাবল মাঝখানে কোন কাটা না থাকে তাহলে রিসিভার ডিভাইসে সাউন্ড আসবে

তবে আমাদের খেয়াল রাখতে হবে ক্যাবলের এক মাথা অবশ্যই শর্ট করে দিতে হবে

আর অন্য মাথা ইন্টিনিয়ার এর সাথে ভালো করে কানেকশন করতে হবে।

যে ভাবে আমি করছি তবে আমার ক্যাবল ছোট আপনি

যখন চেক করবেন তখন বড় ক্যাবল নিয়ে নিবেন

Z

এই হল CABLES FAULT LOCATOR ADERT CNS CALIBRATION

insha'Allah সব সময় পাশে থাকবেন আর নতুন নতুন পোষ্ট পেতে।