কৃষ্ণচূড়াকে ভুলতে তাই একখানা কবিতা কৃষ্ণচূড়া
বিশ বছর সৌদি থেকে কখোনোই বাংলাদেশকে ভুলতে পারিনি।
পারিনি বাংলার কৃষ্ণচূড়াকে ভুলতে তাই একখানা কবিতা লিখেছি। কবিতার নাম কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া নামটি তোমার দেখতে বড় খাসা। সুখ বসন্তে তোমার ছায়ে বানিয়েছিলে মোর প্রিয়জনের বাসা হয়তো সেদিন ভ্রান্ত পথিক, পথ ভুলে তাই তোমার নীড়ে বসেছিলাম আপন মনে।
ভাবিনি কভূ তোমায় ছেড়ে চলে যেতে হবে অনেক দুরে,
শূণ্য মরুর বালুর পরে।
যেখানে শুধু ধু ধু বালু আর বালু,
চোখ ধাধানো রোদের আলো।
নাইযে কোন তরু ছায়া, শ্যামল সবুজ কোমল ছোয়া।
যৌবন বসন্তে তোমার লাল টুক টুক হাসি,
আমার মনে বাজায় কত মধুর প্রেমের বাশি।
তাইতো খুজেছি তোমায় একাকী কত মরুপথে, মরু থেকে মরুদ্যানে।
হয় যদিগো তোমার সাথে কভূ আমার দেখা,
বলিবো তোমায় আমার মনের সকল প্রেমের কথা।
রাখিবোনা বাকি মেলে দুটি আখি
দেখিবো তোমায় জনমো জনমো ধরে।
কৃষ্ণচূড়াকে ভুলতে তাই একখানা কবিতা কৃষ্ণচূড়া
Tags:
বাংলা গান আর কবিতা