প্রবাসী প্রেম বিরহ

 প্রবাসী একজনের প্রেম বিরহ নিয়ে একখানা গান লিখলাম।

গান



যার জন্য দেশান্তরী সে পেলনা কানাকড়ি, আমার কি লাভ হলো বিদেশ করি
ও হরি ও হরি নাইবা যদি তারে পাই গয়না গাটি শাড়ী চূড়ী কেনলাম কত শত আমার প্রিয়া পরের ঘরে কাদছে অবিরত, হায়রে কাদছে অবিরত।
জীবন তাহার কঠিন হলো মূর্তি পাথর সম, তাইতো চোখে জল আসেনা কাদছে অবিরত হায়রে কাদছে অবিরত।
আমার এত সাধের ভালোবাসা গেলরে ভাঙ্গিয়া,
প্রেমভূবনের মহাসাগর ধুসর মরু হইয়ারে, ধুসর মরু হইয়া। কৃষ্ণচূড়ায় ফুটিলো ফুল আমার প্রিয়া বড়ই ব্যাকুল, আমার মন যমুনার ভাংলো দুকুল
আমার একুল ও কুল সব হারাইলাম পরবাসী হইয়ারে, পরবাসী হইয়াা। তাইতো এখন একলা কাদি নিরলে বসিয়ারে, নিরলে বসিয়া। জীবন আমার বিফল হলো পরবাসী হইয়ারে পরবাসী হইয়া।

প্রবাসী প্রেম বিরহ