ঈদের নামাজের সঠিক নিয়ম

 আসসালামু আলাইকুম।। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা 



মুসলমানদের জন্য আল্লাহ তায়ালা দুইটি খুশির দিন দিয়েছেন

  1. ঈদুল ফিতর।
  2. ঈদুল আজহা। 
এই দুই ঈদে শুকরিয়া আদায়ের জন্য দুই রাকাআত নামাজ পড়া ওয়াজিব।। 

তাই আমরা সকলে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে থাকি

এই নামাজের কিছু আলাদা নিয়ম রয়েছে।।

ঈদের নামাজের সঠিক নিয়মঃ--------

  1. নিয়ত করা।(বাংলা অথবা আরবি)
  2. তাকবিরে তাহরিমা বলা তথা আল্লাহু আকবার বলা।
  3. সানা পড়া।
  4. আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া।
  5. অতিরিক্ত তিন তাকবির বলা (আল্লাহু আকবর - আল্লাহু আকবার - আল্লাহু আকবার)  বলা।
  6. সূরা ফাতিহা পড়া।
  7. যে কোন সূরা বা কয়এক আয়াত পড়া।
  8. রুকু করা।
  9. দুই সিজদা করা।
  10. (২য় রাকাতে) সূরা ফাতিহা পড়া। 
  11. সূরা মিলানো।
  12. সূরা মিলানোর পরে অতিরিক্ত তিন তাকবির বলা। 
  13. তিন তাকবির শের চার নং তাকবির দিয়ে রুকুতে যাওয়া।
  14. দুই সিজদা করা। 
  15. আখিরি বৈঠক।
  16. তাশাহহুদ পড়া।
  17. দুরূদ শরীফ পড়া।
  18. দোয়ায় মাসুরা পড়া।
  19. সালাম ফিরানলো।
  20. নামাজ শেষে খুতবা দেওয়া (সুন্নত)
  21. খুতবা শোনা ওয়াজিব 
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন। 

ঈদের নামাজের নিয়ম  ঈদের নামাজের সঠিক নিয়ম  ঈদুল ফিতরের নামাজের নিয়ম ঈদ মোবারক  ঈদের নামাজের নিয়ত