ঈদুল ফিতরের নামাজের আরবি এবং বাংলা নিয়ত।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।
দির্ঘ একটি বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর।
ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকে।
সেই নামাজের নিয়ত রয়েছে।
ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত হলঃ--
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা
রাকাতিলওয়াজিবে সলাতেল ঈদেল ফিতরি মাআ
ছিত্তি তাকবিরতিন ওজিবাতিন
বাংলা নিয়ত হলোঃ----
আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের শহিদ আদায় করছি আল্লাহু আকবার
একটি গুরুত্বপূর্ণ কথাঃ---
নিয়ত এটি মুখে উচ্চারণ করা শর্ত নয় মনে মনে কলপনা করলেই হয়ে জাবে।।
ঈদের নামাজের আরবি নিয়ত ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত ঈদুল ফিতরের নামাজের নিয়ম ঈদুল ফিতরের নামাজের বাংলা নিয়ত
ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলা,ঈদুল ফিতর নামাজের নিয়ত,ঈদুল ফিতরের নামাজ কত রাকাত,ঈদুল ফিতরের নামাজের নিয়ম,ইদুল ফিতর নামাজের আরবি ও বাংলা নিয়ত,ঈদুল ফিতরের নামাজের নিয়ত,ঈদুল ফিতর নামাজের সূরা,ঈদের নামাজের নিয়ত,ঈদুল ফিতর নামাজের নিয়ত,ঈদের নামাজের নিয়ত,ঈদের নামাজের নিয়ম,ঈদুল ফিতরের নামাজের নিয়ত,ঈদুল ফিতর নামাজের নিয়ম,ঈদের নামাজের বাংলা নিয়ত,ঈদুল ফিতরের নামাজের নিয়ম,ঈদুল ফিতর নামাজ,ঈদুল ফিতরের নামাজের বাংলা ও আরবি নিয়ত,ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ২০২১