ঈদুল ফিতরের দিন ১৩ টি কাজ সুন্নত।
ঈদুল ফিতরের দিন ১৩ টি কাজ সুন্নত।
শাওয়াল মাসের প্রথম তারিখ যে ঈদ হয় তাকে ঈদুল ফিতর বলে। ঈদ অর্থ -খুশি। এই ঈদের দিনে মুসলমানের একত্রিত হয়ে শোকর আদায়ের জন্য দুই রাকাআত নামাজ পড়া ওয়াজিব।
এই দিনে কিছু সুন্নত কাজ রয়েছে।
ঈদুল ফিতরের দিন ১৩ টি কাজ সুন্নত।
১) শরীয়তের ভিতর থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া।
২) গোসল করা।
৩) মিসওয়াক করা।
৪) যথা সম্ভব ভালো কাপর পরিধান করা/ আপনার যা আছে তা থে সবচেয়ে সুন্দর ও পছন্দময়ী।
৫) খোশবু লাগানো।
৬) সকালে অতি তারাতাড়ি ঘুম থেকে জাগা।
৭) ফজরের নামাজের পরেই অতি ভোরে ঈদগাহে যাওয়া।
৮) ঈদগাহে যাওয়ার পূর্বে খোরমা অথবা অন্য কোন মিষ্টি দ্রব্য ভক্ষন করা।
৯) ঈদগাহে যাওয়ার পূর্বে ছদকায়ে ফিতর দান করা।
১০) ঈদের নামাজ মসজিদে না পরে ঈদগাহে আদায় করা।
১১) ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা।
১২) ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।
১৩) ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবির টি হলোঃ- আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওল্লিলাহি হামদ।
আল্লা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন।🤲
ঈদের দিনের আমল,ঈদের দিন কয়টি কাজ সুন্নত, ঈদুল ফিতরের সুন্নত,
Tags:
ইসলামের বাণী